দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: ২১ জুলাই শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সকাল ৮টা পর্যন্ত মিছিল করা যাবে, তবে সকাল ৯টার মধ্যে মিছিল যেখানে থাকবে, সেখানেই তা স্থির করতে হবে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলকাতা হাই কোর্ট যাওয়ার রাস্তা, মধ্য কলকাতা ও সংলগ্ন ৫ কিলোমিটার এলাকার মধ্যে কোনও যানজট যেন না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে কলকাতা পুলিশ কমিশনারকে। এই সময়সীমার পর অর্থাৎ বেলা ১১টার পরে মিছিল আগের নিয়মেই চলবে। কলকাতা পুলিশের অধীন এলাকায় এই নির্দেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে আদালতের তরফে।
তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচির কারণে মধ্য কলকাতায় যানজট তৈরি বলে অভিযোগ ওঠে। ধর্মতলায় কেন একটি দলকেই রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়, এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েক জন। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। হাই কোর্ট প্রশ্ন তোলে, রাস্তা বন্ধ করে কর্মসূচি কত দিন সহ্য করতে হবে?