Country

2 days ago

PM Modi to Visit Bangkok: ৩-৪ এপ্রিল ব্যাঙ্কক যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন বিমসটেক সম্মেলনে

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২৯ মার্চ : আগামী এপ্রিল মাসে ব্যাঙ্কক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩-৪ এপ্রিল এই সফরে ষষ্ঠ বিমসটেক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী মোদীর ৩-৪ এপ্রিল ব্যাঙ্কক সফর সম্পর্কে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, "প্রধানমন্ত্রী মোদীর থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা সফর অতুলনীয়।" শনিবার এক সাংবাদিক সম্মেলনে মায়ানমারে ভূমিকম্পের পর সহায়তা প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, "ভারত প্রথম সাড়াদানকারী ছিল। যখন ঘূর্ণিঝড় ইয়াগি মায়ানমারে আঘাত হানে, তখন আবারও ভারত একটি অভিযান শুরু করে। আমরা মায়ানমারের জনগণকে ত্রাণ, উপকরণ, মানবিক সহায়তা প্রদান করেছি, কেবল মায়ানমারের জনগণকেই নয় বরং আরও বেশ কয়েকটি দেশ যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রথম সহায়তাকারী হওয়া আমাদের নীতির অংশ।"


You might also like!