Game

2 days ago

Kylian Mbappe: রোনালদোকে ছুঁলেন এমবাপ্পে, রিয়াল ছুঁল বার্সাকে

Kylian Mbappe
Kylian Mbappe

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পের প্রথম মৌসুমের শুরুটা ছিল হতাশাজনক। তাঁকে কিনে রিয়াল ভুল করেছে কি না, এমন প্রশ্নও তুলেছিল কেউ কেউ। কিন্তু মৌসুমের শেষ ভাগে এসে এমবাপ্পে বুঝিয়ে দিলেন, কেন তিনি সময়ের সেরা।

কেন তাঁকে কেনার জন্য এত নাটকীয়তা। প্রথম মৌসুম শেষ হওয়ার আগেই গোলের দিক থেকে এমবাপ্পে ছুঁয়ে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। রিয়ালের হয়ে নিজেদের প্রথম মৌসুমে (২০০৯-১০) সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোল করেছিলেন রোনালদো। ৪৪ ম্যাচে এমবাপ্পের গোলও এখন ৩৩।সামনের ম্যাচগুলো দিয়ে নিশ্চিতভাবেই ‘সিআর সেভেন’কে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে।রোনালদোকে ছোঁয়ার পথে গতকাল রাতে লেগানেসের বিপক্ষে রিয়ালের ৩-২ গোলের জয়ে জোড়া গোল করেছেন এমবাপ্পে। অন্য গোলটি এসেছে জুড বেলিংহামের কাছ থেকে। এই জয়ের ফলে পয়েন্টের দিক থেকে বার্সাকে ছুঁয়ে ফেলেছে রিয়াল। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে শীর্ষে আছে বার্সাই। ২৯ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৩, এক ম্যাচ কম খেলে বার্সার পয়েন্টও ৬৩। গোল ব্যবধানেও অবশ্য রিয়ালের (‍+৩৩) চেয়ে এগিয়ে আছে বার্সা (‍+৫১)।রিয়াল বার্সাকে ছুঁয়ে ফেললেও শিরোপা লড়াই থেকে অনেকটা পিছিয়ে গেল আতলেতিকো মাদ্রিদ। এস্পানিওলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। এর ফলে ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল আতলেতিকো।

এদিকে লেগানেসের বিপক্ষে রিয়ালের জয়ের পর রোনালদোকে ছোঁয়ার প্রতিক্রিয়ায় এমবাপ্পে বলেছেন, ‘এটা খুব বিশেষ কিছু। রোনালদোর সমান গোলসংখ্যা হওয়াটা সব সময় ভালো কিছু। আমরা জানি, রিয়াল মাদ্রিদ এবং আমার জন্য রোনালদো আসলে কী! আমাদের কথা হয়, সে আমাকে অনেক পরামর্শ দেয়। সে অনেক গোল করেছে। তবে আমাদের শিরোপাও জিততে হবে।’ম্যাচ শেষে এমবাপ্পেকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও। তিনি বলেছেন, ‘সে খুবই ভালো করছে। সে পার্থক্য তৈরি করছে এবং এটাই তার কাছ থেকে আমরা চাই।’

এর আগেও রোনালদোর উত্তরাধিকার এমবাপ্পের এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথা বলেছিলেন আনচেলত্তি। গত ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিকের পর এমবাপ্পেকে নিয়ে আনচেলত্তি বলেছিলেন, ‘রোনালদোর নম্বর ছোঁয়ার ক্ষমতা এমবাপ্পের আছে। কিন্তু তাকে অনেক কাজ করতে হবে। কারণ, রোনালদো মানদণ্ডটা অনেক উঁচুতে নিয়ে গেছে।’

You might also like!