Country

3 days ago

Protest against the Waqf Bill: ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ আরজেডি-র, অংশ নিলেন লালু প্রসাদ

Lalu Prasad Yadav
Lalu Prasad Yadav

 

পাটনা, ২৬ মার্চ : বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব এবং বিহার বিধানসভার বিরোধী দলনেতা ও আরজেডি নেতা তেজস্বী যাদব বুধবার ওয়াকফ (সংশোধনী) বিলের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) আয়োজিত বিক্ষোভে যোগ দেন। তেজস্বী যাদব এদিন বলেছেন, "আরজেডি নেতা লালু প্রসাদ যাদব আন্দোলনকে সমর্থন এবং শক্তিশালী করতে এখানে এসেছেন। আমরা সংসদ, বিধানসভা এবং বিধান পরিষদে এই অসাংবিধানিক, অগণতান্ত্রিক বিলের বিরোধিতা করেছি। আজ আমরা একটি মুলতবি প্রস্তাব এনেছি এবং এটি নিয়ে আলোচনার দাবি জানিয়েছি, কিন্তু সভা মুলতবি করা হয়েছে। আমরা বলতে চাই, আমরা এই বিষয়ে আপনাদের পাশে আছি। আমাদের প্রচেষ্টা হল এই বিলটি যেন কোনও মূল্যে পাস না হয়।"

You might also like!