Game

2 days ago

Brazil coach Darival : আর্জেন্টিনার বিপক্ষে হারের জেরে বরখাস্তই হলেন ব্রাজিল কোচ দরিভাল

Brazil coach Darival
Brazil coach Darival

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকে গুঞ্জনটা বাতাসে ভাসছিল। অবশেষে গতকাল রাতে সেটাই সত্যি হলো। কোচ দরিভাল জুনিয়রকে ছাঁটাই করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এক বিবৃতিতে দরিভালের ছাঁটাই হওয়ার খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, ব্রাজিলিয়ান কনফেডারেশন জানাচ্ছে, কোচ দরিভাল জুনিয়র আর দায়িত্বে নেই। বোর্ড তাঁকে ধন্যবাদ জানাচ্ছে এবং তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। এখন থেকে সিবিএফ তাঁর বদলি সন্ধান করবে।ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো এবং সাও পাওলোর হয়ে সাফল্য দরিভালকে নিয়ে আসে জাতীয় দলে। ২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দরিভাল। সেলেসাও ডাগআউটে তাঁর শুরুটা ছিল দারুণ ইতিবাচক। ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিলের কোচ হিসেবে নিজের যাত্রা শুরু করেন এই কোচ। তবে দ্রুতই ফুরিয়ে যায় দরিভাল–জাদু।

বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থতা এবং কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বেশ সমালোচনার মুখে ফেলে দরিভালকে। এরপর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিশ্চিত করেছে তাঁর বিদায়। ব্রাজিলের কোচ হিসেবে সব মিলিয়ে ১৬ ম্যাচ দায়িত্ব পালন করেছেন দরিভাল, যেখানে ৭ জয় এবং ৭ ড্রয়ের পাশাপাশি ২টি ম্যাচে হেরেছে ব্রাজিল।এদিকে দরিভালের বিদায়ের পর এখন ব্রাজিলের সম্ভাব্য কোচ হিসেবে জোরের সঙ্গে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির নাম। পাশাপাশি বিকল্প হিসেবে আছেন পর্তুগিজ কোচ হোর্হে জেসুসও। তবে শেষ পর্যন্ত কে কোচ হবেন, সেটা জানতে আরও কিছু সময় হয়তো অপেক্ষা করতে হবে।

You might also like!