Country

2 days ago

Operation Brahma::অপারেশন ব্রহ্মা : দুঃসময়ে মায়ানমারকে সাহায্য ভারতের

Operation Brahma: India's help to Myanmar in times of trouble
Operation Brahma: India's help to Myanmar in times of trouble

 

নয়াদিল্লি : ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে ভারতের অপারেশন ব্রহ্মা-র অধীনে আরও দু'টি বিমান সেদেশের উদ্দেশে রওনার জন্য প্রস্তুত। হিন্ডন বিমানঘাঁটি থেকে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, শুকনো ও তৈরি খাবারের প্যাকেট, জেনারেটর সেট সহ কেন্দ্রের পাঠানো প্রায় ১৫ টন ত্রাণ সামগ্রী নিয়ে ভারতীয় বায়ু সেনার একটি সি – ওয়ান থারটি জে বিমান সকালে ইয়াংগং-এ পৌঁছয়। অন্যান্য সামগ্রীর সঙ্গেই পাঠানো হচ্ছে প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধপত্র, সিরিঞ্জ, গ্লাভস ও ব্যান্ডেজও।

You might also like!