লুকো প্যারাগুয়ে : দক্ষিণ আমেরিকার ফুটবলে বর্ণবাদ, বৈষম্য ও সহিংসতা দূর করতে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর নেতৃত্বে একটি বিশেষ টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। এ ছাড়াও টাস্ক ফোর্সে থাকছেন ফিফার প্রাক্তন মহাসচিব ফাতমা সামৌরা ও আর্জেন্টিনার প্রাক্তন খেলোয়াড় ও ফিফপ্রোর দক্ষিণ আমেরিকার প্রেসিডেন্ট সের্হিও মার্চি।
মহাদেশটির ফুটবলের নিয়ন্তক সংস্থা কনমেবল বৃহস্পতিবার টাস্ক ফোর্স গঠনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এই টাস্ক ফোর্স-এর কাজ হবে বর্ণবাদী আচরণের বিরুদ্ধে নীতিমালা প্রণয়ন, প্রতিরোধ ও নিষেধাজ্ঞার প্রক্রিয়া প্রতিষ্ঠা করা।
For Bengali readers in India and beyond, Duranta Barta is a legacy. Still one of the leading print media in India, the publication has become a representative of Bengali culture itself. Our digital journey started in 2018 with the launch of Durantbarta
Copyright © 2025 All Rights Reserved.