কুয়ালালামপুর, ২৭ মার্চ : বৃহস্পতিবার কুয়ালালামপুরের এএফসি হাউসে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান কাপের ড্র। ভারতের সিনিয়র মহিলা দল 'এএফসি মহিলা এশিয়ান কাপ অস্ট্রেলিয়া' ২০২৬ বাছাইপর্বের গ্রুপ বি তে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিযোগিতা শুরু হবে ২৩ জুন, চলবে ৫ জুলাই পর্যন্ত। আয়োজক থাইল্যান্ড। গ্রুপ বি তে আছে ভারত, থাইল্যান্ড, মঙ্গোলিয়া, পূর্ব তিমুর, ইরাক। একক রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে। শুধুমাত্র গ্রুপ বিজয়ীরা যোগ্যতা অর্জন করবে। ফাইনাল ১-২৬ মার্চ, ২০২৬, অস্ট্রেলিয়ায়। শীর্ষ ৬টি দল ব্রাজিলে ২০২৭ সালে অনুষ্ঠিত ফিফা মহিলা বিশ্বকাপে স্থান পাবে।