West Bengal

2 days ago

Dakshineswar Kalibari in Hingalganj: হিঙ্গলগঞ্জে এক টুকরো দক্ষিণেশ্বর কালীবাড়ি যা ভক্তদের সমাগমে সবসময়ের জন্য পরিপূর্ণ!

Hingalganj
Hingalganj

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে, তবে আকারে ছোট মন্দিরটা দেখে অনেকেই চমকে যান। সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের লেবুখালি রোড়ের পাশে আমবেড়িয়ায় গড়ে ওঠা এই মন্দির দেখে যেন এক টুকরো দক্ষিণেশ্বরের স্বাদ কিছুটা হলেও আপনার পূরণ হবে। নির্মিত কালীমন্দিরটি সেজে উঠেছে একই আদল, একই অবয়বে, বাইরে থেকে এক ঝলক দেখলে মনে হবে বুঝি দক্ষিণেশ্বর মন্দিরে এসেছেন।বাংলার অন্যতম তীর্থক্ষেত্র দক্ষিণেশ্বরের মন্দির। তবে এবার দক্ষিণেশ্বরের মন্দির দর্শন করতে কলকাতা যেতে হবেনা। দক্ষিণেশ্বরের নবরত্ন মন্দিরের আদলে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের হিঙ্গলগঞ্জে আছে কালী মন্দির।

উল্লেখ্য কয়েক বছর আগে সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের আমবেড়িয়ায় বছর ৯৩ এর বাসিন্দা চন্দ্রকান্ত বৈদ্য কয়েক বছর আগে দক্ষিণেশ্বরে বেড়াতে গিয়ে নিজের বাড়িতেই এমন মন্দির তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন। তারপর নিজ বাড়িতেই এই মন্দির দক্ষিণেশ্বরের মডেলে সংস্করণ করা হয়। দেখতে কোলকাতার দক্ষিণেশ্বর মন্দিরের মত হলেও আকারে অত বড় নয়। তবে নিত্য পুজো থেকে শুরু করে ভোগ, সবই হয় এখানে। সব মিলিয়ে বসিরহাট মহাকুমার প্রত্যন্ত এলাকায় এই দক্ষিণেশ্বরের আদলে গড়ে ওঠা মন্দিরে ভক্তদের সমাগমও বাড়ছে নিয়মিত।

You might also like!