Country

1 hour ago

Rahul Gandhi: ভোট কারচুপির নতুন পদ্ধতি, এক কেন্দ্রেই ৬০০০ ভোটারের নাম মুছতে চেয়েছিল বিজেপি

Rahul Gandhi
Rahul Gandhi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি নির্বাচন কমিশনের (Election Commission of India - ECI) বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন যে কেবল ভোটার তালিকায় গোলমালই নয়, বরং আরও সংগঠিতভাবে কংগ্রেস সমর্থক, দলিত ও আদিবাসী ভোটারদের নাম তালিকা থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে।

গান্ধীর মতে, এই কাজটি কিছু নির্দিষ্ট সংস্থা এবং কল সেন্টারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন যে, এই ধরনের অনিয়মের অভিযোগ সত্ত্বেও নির্বাচন কমিশন নীরব রয়েছে, যা গণতন্ত্রের জন্য একটি মারাত্মক হুমকি। এই অভিযোগের ফলে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।উদাহরণ হিসাবে রাহুল কর্নাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রের কথা বলছেন। ওই কেন্দ্রের ৬০১৮ জন ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে বলে দাবি করেন রাহুল। লোকসভার বিরোধী দলনেতার দাবি, মূলত কংগ্রেস যে বুথগুলিতে শক্তিশালী, সেখানেই পরিকল্পনা করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। কিছুদিন আগে কর্নাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় লক্ষাধিক ভুয়ো ভোটার রয়েছে বলে অভিযোগ তুলেছিলেন রাহুল। এবার তাঁর অভিযোগ, শুধু ভুয়ো ভোটার নয়, বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং সেটা করা হচ্ছে সংগঠিতভাবে কিছু নির্দিষ্ট ঠিকানা থেকে। অথচ কর্নাটক সিআইডি এ নিয়ে তথ্য চাইতে গেলে নির্বাচন কমিশন সেই তথ্যও দিতে চাইছে না।

বৃহস্পতিবার দিল্লির এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India - ECI) বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন যে, নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করে ভুয়া আবেদনপত্রের মাধ্যমে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

প্রমাণ হিসাবে বেশ কয়েকটি ফোন নম্বর দেখান তিনি। যে নম্বর থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। বিরোধী দলনেতার প্রশ্ন, এই নম্বরগুলি থেকে অন্য ভোটারদের নামে আবেদন করার জন্য ওটিপি গেল কীভাবে? তাঁর সাফ কথা, সাদা-কালো প্রমাণ হাতে রয়েছে। এবার কমিশনের দায়িত্ব ব্যবস্থা নেওয়া। তিনি চ্যালেঞ্জের সুরে বলেছেন কমিশন যদি স্বচ্ছ্ব হয়, তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে কর্নাটক সিআইডিকে তদন্তে সবরকম সাহায্য করবে তারা।

রাহুল বিহারের ভোটার অধিকার যাত্রা থেকেই ঘোষণা করেছেন, ভোটচুরি নিয়ে এবার ‘হাইড্রোজেন বোমা’ ফাটাবেন তিনি। তবে এদিনের সাংবাদিক বৈঠকের এই বিস্ফোরক অভিযোগগুলিকেও ‘হাইড্রোজেন বোমা’ বলতে নারাজ তিনি। বিরোধী দলনেতার ইঙ্গিত, ‘হাইড্রোজেন বোমা’ আরও ভয়ংকর হবে। সেটার জন্য প্রস্তুত হবে তাঁর দল।

You might also like!