West Bengal

5 months ago

Contai Co-operative Election: কাঁথি কৃষি ও সমবায় ব্যাঙ্কের ভোটে উত্তেজনা, পুলিশের সামনেই হাতাহাতি

BJP-TMC clash in Contai
BJP-TMC clash in Contai

 

কাঁথি, ২৯ মার্চ : পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন ঘিরে তুলকালাম। ভোট শুরু হতেই পুলিশের সামনে দু’পক্ষের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি হয়। শনিবার সকাল ৯টায় কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন শুরু হয় । তারপরই উত্তেজনা ছড়ায়। কাঁথির জাতীয় বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে কিছুটা দূরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক ভোটারকে নিয়ে দুই দলের কর্মী-সমর্থকরা টানাটানি করেই বলেই অভিযোগ। বিজেপির দাবি, কোথাও কোথাও বিজেপি প্রার্থীদের বুথ ভাঙচুর করা হচ্ছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। তবে এখনও এলাকায় উত্তেজনা রয়েছে।


You might also like!