Game

5 days ago

FIFA World Cup Qualifying: আর্জেন্টিনার কাছে ব্রাজিলের হারের পর পয়েন্ট টেবিল

Brazil vs Argentina match
Brazil vs Argentina match

 

কলকাতা, ২৭ মার্চ : ব্রাজিলকে বিধ্বস্ত করে ৪ ম্যাচ হাতে রেখেই কনমেবলের প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপে পৌঁছে গেছে আর্জেন্টিনা। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে শঙ্কায় পড়ে গেছে সেলেসাওরা। কনমেবল থেকে ফিফা বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে ৬টি দল। ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করার পর ১৪ ম্যাচ শেষে লাতিন আমেরিকার ১০ দলের মধ্যে আর্জেন্টিনার পয়েন্ট এখন ৩১। টেবিলের সাতে থাকা ভেনেজুয়েলার সঙ্গে আর্জেন্টিনার পয়েন্ট ব্যবধান ১৬। ফলে বাকি ৪ ম্যাচ তারা হারলেও তাদের আর সেরা ৬ থেকে ছিটকে যাওয়ার কোনও ঝুঁকি নেই। ফলে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার।

এদিকে মূল আসর নিশ্চিতের পথে আছে ইকুয়েডরও। ১৪ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। সাতে থাকা দলের সঙ্গে তাদের ব্যবধান ৮। আর সমান ২১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উরুগুয়ে, চারে ব্রাজিল ও পাঁচে আছে প্যারাগুয়ে। তাদের তুলনায় ১ পয়েন্ট কম কলম্বিয়ার। এই ৪ দলও বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করার পথেই আছে। তবে শেষ ৪ ম্যাচ হারলে কপাল পুড়তে পারে দলগুলোর।

তাই এখনও আশা শেষ হয়ে যায়নি এই ৪ দলেরও। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সাতে আছে ভেনেজুয়েলা। পরের ৪ ম্যাচ জিতলে সেরা ছয়ে জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে তাদের সামনে। শুধু ভেনেজুয়েলা নয় আশা রাখতে পারে ১৪ পয়েন্ট নিয়ে আটে থাকা বলিভিয়াও। অন্যদিকে সমান ১০ পয়েন্ট নিয়ে নয়ে থাকা পেরু ও তলানিতে থাকা চিলির আশা আর নেই বললেই চলে।

You might also like!