Country

2 days ago

Narendra Modi :গ্রীষ্মকাল শিশুদের নতুন শখ ও দক্ষতা বৃদ্ধির জন্য উপযুক্ত সময় : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৩০ মার্চ : গ্রীষ্মকাল শিশুদের নতুন শখ ও দক্ষতা বৃদ্ধির জন্য উপযুক্ত সময়, মন কি বাত অনুষ্ঠানে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানের ১২০ তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "গ্রীষ্মের দিনগুলি দীর্ঘ এবং এই সময়কালে শিশুদের অনেক কিছু করার থাকে। এই সময় নতুন শখ গড়ে তোলার এবং দক্ষতা বৃদ্ধির সময়। এই ছুটির দিনে আপনাদের স্বেচ্ছাসেবক কার্যকলাপ এবং সেবামূলক প্রচেষ্টায় যোগদানের সুযোগও রয়েছে। যদি কোনও সংস্থা, স্কুল অথবা সামাজিক প্রতিষ্ঠান কিংবা বিজ্ঞান কেন্দ্র এই ধরনের গ্রীষ্মকালীন কার্যকলাপ আয়োজন করে, তাহলে তা MyHolidays-এর সঙ্গে শেয়ার করুন।"

জল সংরক্ষণের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, "গ্রীষ্মকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শহর ও গ্রামে জল সংরক্ষণের প্রস্তুতি শুরু হয়। অনেক রাজ্যে জল সংগ্রহের প্রচেষ্টা গতি পেয়েছে। জলশক্তি মন্ত্রক, বিভিন্ন স্বনির্ভর সংস্থার সঙ্গে এই দিকে সক্রিয়ভাবে কাজ করছে। সারা দেশে হাজার হাজার কৃত্রিম পুকুর, চেক ড্যাম, বোরওয়েল রিচার্জ সিস্টেম এবং কমিউনিটি সোক পিট তৈরি করা হচ্ছে। প্রতি বছরের মতো, 'ক্যাচ দ্য রেইন' অভিযান আবারও শুরু হচ্ছে।"

You might also like!