Country

2 days ago

Amit Saha: বিশ্ব মঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধি করছে রাজস্থান : অমিত শাহ

Amit Saha
Amit Saha

 

নয়াদিল্লি, ৩০ মার্চ : 'রাজস্থান দিবস'-এ রাজস্থানের জনগণকে হার্দিক শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অত্যন্ত আনন্দের সঙ্গে অমিত শাহ জানিয়েছেন, "রাজস্থান শুধুমাত্র উন্নয়নের নতুন মাত্রাই তৈরি করছে না, বরং বিশ্ব মঞ্চে দেশের মর্যাদাও বৃদ্ধি করছে।" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "মহিমান্বিত ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি ও বীরদের ভূমি রাজস্থানের সমস্ত বোন ও ভাইদের রাজস্থান দিবসের আন্তরিক শুভেচ্ছা।"

অমিত শাহ এক্স মাধ্যমে আরও লিখেছেন, "মহারাণা প্রতাপজির মতো সাহসী যোদ্ধা, রানী পদ্মিনীর বীরত্বগাথা অথবা মীরা বাইজির মতো ভক্ত, রাজস্থানের ভূমি সর্বদা দেশ ও ধর্মের প্রতি নিবেদিতপ্রাণ মহাপুরুষদের জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, রাজস্থান কেবল উন্নয়নের নতুন মাত্রা তৈরি করছে না বরং বিশ্ব মঞ্চে দেশের মর্যাদাও বৃদ্ধি করছে।"

You might also like!