Country

1 week ago

Kharge slams BJP: বিজেপিকে তোপ খাড়গের, বললেন সংরক্ষণ কেউ শেষ করতে পারবে না

Kharge slams BJP
Kharge slams BJP

 

নয়াদিল্লি, ২৪ মার্চ : বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোমবার রাজ্যসভায় খাড়গে বলেছেন, কেউ সংরক্ষণ শেষ করতে পারবে না। তিনি আরও বলেন, তাঁরা (এনডিএ সাংসদদের দেখিয়ে) ভারতকে ভেঙেছে।"

কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সংবিধান সম্পর্কে মন্তব্য নিয়ে সোমবার রাজ্যসভায় হট্টগোল শুরু হয়, তখন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "বাবাসাহেব আম্বেদকরের লেখা সংবিধান কেউ পরিবর্তন করতে পারে না। কেউ সংরক্ষণ শেষ করতে পারে না। সংরক্ষণ রক্ষা করার জন্য, আমরা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করেছি। তারা (এনডিএ সাংসদদের দিকে ইঙ্গিত করে) ভারত ভেঙেছে।" কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, "মুসলিম সংরক্ষণের বিষয়টি উত্থাপন করে কংগ্রেস বাবাসাহেব আম্বেদকরের সংবিধানের মর্যাদা নষ্ট করেছে। যদি সাহস থাকে, তাহলে আজই উপ-মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করুন।" তুমুল হইহট্টগোলের কারণে রাজ্যসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়।

You might also like!