কলকাতা, ২৮ মার্চ : মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের প্রেক্ষিতে ব্রিটিশ এয়ারওয়েজ কলকাতা থেকে লন্ডন উড়ান ফের চালু করা বিবেচনা শুরু করেছে বলে তাঁর অনুগামী বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হয়েছে। এর প্রেক্ষিতে প্রশ্ন তুললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি এক্সবার্তায় লিখেছেন, ‘ভাবনা' ? আর দিদিমার নাতিরা ব্রিটিশ এয়ারওয়েজের অন্দরমহলে গিয়ে সেটা জেনে এসেছে ? ভারতের কোথাকার কোন ছোট্ট, অর্থনৈতিকভাবে গুরুত্বহীন রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডনে ফুর্তি করতে এসে তাঁর অপরূপ ইংরেজিতে ব্রিটিশ এয়ারওয়েজকে বলবেন কলকাতা থেকে বিমান চালাতে, আর ব্রিটিশ এয়ারওয়েজ তাই শুনে নাচতে নাচতে ‘ভাবনা' আরম্ভ করে দেবে ? এত সস্তা নয় । কলকাতায় আগে শুধু ব্রিটিশ নয়, লুফথানসা, কে এল এম ইত্যাদি বহু বিমান আসত। আসা বন্ধ করে দিল, কারণ তৃণমূলের গুরু সিপিএমের আমলে হাজার হাজার শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, তাদের হেড অফিস দিল্লি মুম্বাই বেঙ্গালুরু চলে গেল । ফলে বিজনেস ও ফার্স্ট ক্লাসের সিটগুলো খালি যেতে আরম্ভ করল, বিমান কোম্পানিগুলোও পাততাড়ি গুটিয়ে পালাল। তাই ব্রিটিশ এয়ারওয়েজকে টেনে আনতে হলে শিল্পপ্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থাকে টেনে আনতে হবে । তোলাবাজি-সিন্ডিকেট-খ্যাত পশ্চিমবঙ্গে সেটা সম্ভব নয়।”
‘ভাবনা' ?
— Tathagata Roy (@tathagata2) March 27, 2025
আর দিদিমার নাতিরা ব্রিটিশ এয়ারওয়েজের অন্দরমহলে গিয়ে সেটা জেনে এসেছে ?
ভারতের কোথাকার কোন ছোট্ট, অর্থনৈতিকভাবে গুরুত্বহীন রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডনে ফুর্তি করতে এসে তাঁর অপরূপ ইংরেজিতে ব্রিটিশ এয়ারওয়েজকে বলবেন কলকাতা থেকে বিমান চালাতে, আর ব্রিটিশ এয়ারওয়েজ তাই…