কলকাতা, ২৪ মার্চ : গত বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির সৌজন্যে তাপমাত্রাও কিছুটা নেমেছে। তবে, সোমবারও কলকাতার নূন্যতম তাপমাত্রা থাকল স্বাভাবিকের নীচেই। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামী কিছু দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। আবারও পারদ চড়তে শুরু করবে। আগামী তিন দিন ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে গরমও বাড়বে।