Country

7 hours ago

Dhankhar resignation 2025 update:ধনখড়ের ইস্তফার কারণ সরকারকে জানাতে হবে, দাবি খাড়গের

Kharge on Dhankhar resignation
Kharge on Dhankhar resignation

 

নয়াদিল্লি, ২৩ জুলাই : শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তাঁর ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা, এমতাবস্থায় কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বললেন, ধনখড়ের ইস্তফার কারণ সরকারকে জানাতে হবে।

বুধবার সকালে ধনখড় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খাড়গে বলেছেন, "সরকারের উচিত জবাব দেওয়া কেন তিনি ইস্তফা দিলেন। আমি দেখতে পাচ্ছি 'ডাল মে কুছ কালা হ্যায়'। তাঁর স্বাস্থ্য ভালো আছে। তিনি সবসময় আরএসএস এবং বিজেপির পক্ষে কথা বলতেন। তাঁর ইস্তফা নেপথ্যে কে এবং কী আছে তা দেশকে জানা উচিত।"

You might also like!