Country

8 hours ago

Delhi :দিল্লির দু'টি স্কুলে বোমাতঙ্ক! তল্লাশিতে এবারও মিলল না কিছুই

Delhi school bomb scare
Delhi school bomb scare

 

নয়াদিল্লি, ১৬ জুলাই : রাজধানী দিল্লিতে ফের স্কুলে বোমাতঙ্ক! এবারও তল্লাশিতে মিলল না কিছুই। বুধবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, দ্বারকার সেন্ট থমাস স্কুল এবং দিল্লির বসন্ত ভ্যালি স্কুলে বোমা হামলার হুমকি এসেছে ইমেলের মাধ্যমে। তদন্ত চলছে। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

বিগত কয়েকদিন ধরে দিল্লির একাধিক স্কুলে ইমেলের মাধ্যমে হুমকি পাঠানো হচ্ছে। কে বা কারা এই হুমকি ইমেল পাঠাচ্ছে, তা এখনও জানতে পারেনি দিল্লি পুলিশ। এরইমধ্যে বুধবার দ্বারকার সেন্ট থমাস স্কুল এবং দিল্লির বসন্ত ভ্যালি স্কুলে বোমা হামলার হুমকি এসেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

You might also like!