Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Technology

4 months ago

Ghibli-Style AI Images: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ঘিবলি স্টাইল! কীভাবে বানাবেন এইরূপ AI Image? রইল বিস্তারিত

Ghibli-Style AI Images
Ghibli-Style AI Images

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ইন্টারনেট জগৎ-এ ট্রেন্ডিং বিষয়টি বেশ আকর্ষণীয়। বর্তমানে বিভিন্ন বিষয়ই বেশ ট্রেন্ডিং হিসেবে জনপ্রিয়। তেমনিই সাম্প্রতিক সময়কালে সামাজিক মাধ্যমে ঘিবলি (Ghibli) বেশ পরিচিত। ঘিবলি হলো একপ্রকার AI ইমেজ, যা মূলত আপনাকে কার্টুনের রূপে রুপান্তরিত করবে‌। আর এই ঘিবলি-মাধ্যমে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে বলিউড তারকা, খেলার জগতের নক্ষত্ররা সহ সাধারণ মানুষ এই AI ইমেজ তৈরিতে মেতেছেন। কিন্তু এখনও যারা বুঝতে পারছেননা কীভাবে তৈরি করবেন AI ইমেজ, তাঁদের জন্য রইল আজকের প্রতিবেদন।

∆ ঘিবলি (Ghibli) স্টাইল সম্পর্কিত কিছু তথ্য: স্টুডিও ঘিবলি ইনকর্পোরেশন হলো জাপানের টোকিওতে অবস্থিত একটি অ্যানিমেনশন স্টুডিও। অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে এই কোম্পানিটির তৈরি করা অ্যানিমেগুলোর বিপুল খ্যাতি ও জনপ্রিয়তা রয়েছে। সংস্থাটি ‘স্পিরিটেড অ্যাওয়ে’ ও ‘দ্য বয় অ্যান্ড দ্য হিরো’–র মতো অ্যানিমে তৈরির জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। এছাড়া কোম্পানিটির অ্যানিমে চরিত্রগুলো মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। ওপেনএআইয়ের (Open AI) ইমেজ জেনারেশন টেকনোলজির (Image Genaration Technology) লেটেস্ট ভার্সন ব্যবহার করে এই ছবি তৈরি করা হচ্ছে। এটি একটি অ্যানিমেটেড স্থিরচিত্র। চ্যাটবট এআই চ্যাটজিপিটি এমন একটি ফিচার লঞ্চ করেছে, যা বিভিন্ন রকমের ছবিকে ঘিবলি ইমেজ তৈরি করে দিয়েছে। এই নতুন ফিচার স্টুডিও ঘিবলি স্টাইল ছবির ছাড়াছড়ি। ইউজাররা তাদের পছন্দের ছবিগুলো নতুন ফিচার ব্যবহার করে ঘিবলির জনপ্রিয় অ্যানিমেটেড ছবির মতো তৈরি করছে। সম্প্রতি ওপেনএআই–এর পক্ষ থেকে জিপিটি-ফোরও লঞ্চ করা হয়েছে। এটিকে ‘এখনও পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে অত্যাধুনিক ইমেজ জেনারেটর’ হিসেবে উল্লেখ করেছে কোম্পানিটি। আকর্ষণীয় বিষয় হল, এটির মাধ্যমে স্টুডিও ঘিবলির অ্যানিমে স্টাইলের ছবি তৈরি করা যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই হুবহু স্টুডিও ঘিবলির স্টাইলে ছবি তৈরি করে দিচ্ছে। এমনকি যেকোনো ছবিকে এই স্টাইলে বদলও করা যাচ্ছে। 

    

 ∆ ঘিবলি ছবি তৈরির পদ্ধতি : 

১। প্রথমে জিপিটি-ফোরও টুল অ্যাক্সেস করতে হবে।

২। বর্তমানে কেবল ওপেনএআই–এ চ্যাটজিপিটির প্রিমিয়াম ভার্সনে এই সুবিধা দেওয়া হয়েছে।

৩। যে ছবিটি ঘিবলি স্টাইলে তৈরি করবেন, সেটিকে টুলে আপলোড করতে হবে।

৪। এবার টুলে লিখুন, এই ছবিটিকে ঘিবলি অ্যানিমেশন স্টাইল।

৫। এরপর সেকেন্ডে এআইয়ের সাহায্যে দুর্দান্ত ঘিবলি ইমেজ তৈরি হয় যাবে।

৬। এবার সহজেই সেভ করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। 


∆  ঘিবলি-স্টাইল এআই আর্টের জন্য বিকল্প কিছু প্ল্যাটফর্মের নমুনা নিম্নে উল্লেখিত হলো: 

১। জেমিনি এবং গ্রোকএআই: সুনির্দিষ্ট প্রম্পট সহ ঘিবলি-স্টাইলের ভিজ্যুয়াল তৈরি করুন। উদাহরণ: 'চেরি ব্লসম গাছের নীচে ঝলমলে চুলওয়ালা একটি শান্ত ঘিবলি-স্টাইলের মেয়ে।'

২। ক্রেইয়ন: একটি সহজবোধ্য এআই টুল যা  ঘিবলি-অনুপ্রাণিত ছবি তৈরি করতে সহায়ক।

৩। আর্টব্রিডার: এখানে ছবি এবং শৈল্পিক শৈলী সামঞ্জস্য করুন, যদিও কিছু বৈশিষ্ট্যের জন্য অর্থপ্রদানের মাধ্যমে আপগ্রেডের প্রয়োজন হয়।

৪। রানওয়ে এমএল, লিওনার্দো এআই, এবং ম্যাজ.স্পেস: এই উন্নত প্ল্যাটফর্মগুলি 'টোটোরো'-স্টাইলের ফ্লফিনেস বা 'স্পিরিটেড অ্যাওয়ে'-অনুপ্রাণিত রঙের প্যালেটের মতো নির্দিষ্ট বিবরণের উপর আরও ভাল নিয়ন্ত্রণ সহ বিনামূল্যে ট্রায়াল অফার করে।


You might also like!