International

1 hour ago

Bangladesh Earthquake: বাংলাদেশে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০, ক্ষয়ক্ষতির প্রচুর

Bangladesh earthquake kills 10
Bangladesh earthquake kills 10

 

ঢাকা, ২২ নভেম্বর : বাংলাদেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ১০। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীতে পাঁচ জন মারা গিয়েছেন। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত আহতের সংখ্যা ৪৫০। শুক্রবার সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৭।

ভূমিকম্পের কেন্দ্রস্থল মাধবদী হওয়ায় নরসিংদী জেলা ও উপজেলায় ও ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। জেলা শহর ও বিভিন্ন উপজেলার অনেক ভবন ফেটে ও হেলে পড়েছে। ভূমিকম্পে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী-সহ দেশের বিভিন্ন স্থানে দেড় শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। নরসিংদীতেই আহত হয়েছেন শতাধিক। তাঁরা জেলা সদর হাসপাতাল-সহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ভূমিকম্পে কোথাও হেলে পড়েছে ভবন। কিছু কিছু ভবনে দেখা দিয়েছে ফাটল, কোথাও খসে পড়েছে পলেস্তরা। আবার কোথাও কোথাও আগুন লাগারও খবর পাওয়া গেছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর।

You might also like!