
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের দাম্পত্যে টানাপোড়েন, পরকীয়ার অভিযোগ ও বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই অবশেষে নীরবতা ভাঙলেন বলিউড অভিনেতা গোবিন্দা। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, তিনি এবং তাঁর পরিবার একটি বড় ষড়যন্ত্রের শিকার।
১৯৮৭ সালে সাতপাকে বাঁধা পড়েন গোবিন্দা ও সুনীতা আহুজা। ১৯৮৮ সালে তাঁদের কন্যা টিনার জন্ম হয় এবং পরে সংসারে আসে ছেলে যশবর্ধন। প্রায় ৩৮ বছরের এই দাম্পত্য জীবন ঘিরে সম্প্রতি নানা জল্পনা তুঙ্গে। কান পাতলেই শোনা যাচ্ছে বিচ্ছেদের গুঞ্জন। যদিও গোবিন্দার স্ত্রী সুনীতা স্পষ্ট করে জানিয়েছেন, তাঁরা এখনও একসঙ্গেই আছেন। তবে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতেও দেখা গিয়েছে তাঁকে, যা আরও জল্পনা উসকে দেয়।

এতদিন এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও এবার মুখ খুললেন অভিনেতা। সাক্ষাৎকারে গোবিন্দা বলেন, “একটা বিষয় আজকাল লক্ষ্য করি, আমরা যখন কোনওবিষয়ে চুপ করে থাকি, লোকে ভেবে নেয় আমরা দুর্বল। বা আমাদেরই ভুল। তাই আজ আমি উত্তর দিচ্ছি। একটা বিষয়ে অজান্তেই হয়তো আমার পরিবার জড়িয়ে পড়েছে। আর ওরা বুঝতেও পারছে না যে, ওদের ষড়যন্ত্রে ব্যবহার করা হচ্ছে। ও (সুনীতা) কখনই ভাবতে পারে না যে ওকে ষড়যন্ত্রের অংশ করা হয়েছে। ওকে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে।” যদিও কারা এই ষড়যন্ত্রের নেপথ্যে, সে বিষয়ে কোনও নাম বা স্পষ্ট ইঙ্গিত দেননি তিনি।
গোবিন্দার কথায়, সফলতার শিখরে পৌঁছলে অনেকেরই বদনামের শিকার হতে হয়, নানা ষড়যন্ত্রের মুখে পড়তে হয়। তাঁর ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে বলে দাবি অভিনেতার। তবে এই পরিস্থিতিতে তিনি মোটেও বিচলিত নন বলেই জানিয়ে দিয়েছেন। একই সাক্ষাৎকারে গোবিন্দা আরও জানান, পরিকল্পনামাফিকই তিনি রূপোলি পর্দা থেকে নিজেকে কিছুটা সরিয়ে নিয়েছেন। ইচ্ছাকৃতভাবেই বহু কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সব মিলিয়ে ব্যক্তিগত জীবন ও পেশাদার সিদ্ধান্ত—দুটো নিয়েই স্পষ্ট বার্তা দিলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেতা।
