Breaking News
 
Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে

 

Country

1 hour ago

Red Fort Blast Case: বড় পদক্ষেপ, কাশ্মীরে মাটিতে মিশিয়ে দেওয়া হল উমরের বাড়ি

Pulwama house of Dr. Umar Nabi demolished
Pulwama house of Dr. Umar Nabi demolished

 

পুলওয়ামা, ১৪ নভেম্বর : দিল্লি বিস্ফোরণকাণ্ডে ধরপাকড় চলছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে ঘাতক গাড়ির চালক উমর উন নবীর সম্বন্ধেও নিশ্চিত হওয়া গিয়েছে। এবার লালকেল্লা বিস্ফোরণের অভিযুক্ত উমর উন নবীর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় উমরের বাড়ি ভেঙে মাটিতে মিশিয়ে দিয়েছে প্রশাসন।

দিল্লি বিস্ফোরণের অভিযুক্ত উমর নবীর বাড়ি রাতভর অভিযানের সময় বিস্ফোরক ব্যবহার করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দিল্লি হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসী মডিউলগুলির বিরুদ্ধে উচ্চ সতর্কতা এবং তীব্র অভিযানের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দিল্লি বিস্ফোরণকাণ্ডে ‘ঘাতক’ সেই গাড়ির চালক হল উমর।

কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর পেশায় চিকিৎসক ছিল। শ্রীনগরের এক মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারির পড়াশোনা করেছিল ৩৬ বছর বয়সি উমর। ২০১৭ সালে এমবিবিএস পাশ করে। পরিবারের দাবি, খুবই শান্ত এবং চুপচাপ স্বভাবের ছিল উমর। সব সময় পড়াশোনা নিয়েই থাকত। এ হেন ছেলে কী ভাবে এমন চক্রে জড়িয়ে পড়ল, ভেবে পাচ্ছেন না পরিজনেরা।

You might also like!