Country

1 hour ago

Gajendra Singh Shekhawat: ভোটার তালিকার দ্রুত সংশোধন করা উচিত, মন্তব্য শেখাওয়াতের

Gajendra Singh Shekhawat
Gajendra Singh Shekhawat

 

যোধপুর, ২২ নভেম্বর : ভোটার তালিকার দ্রুত সংশোধন করা উচিত, এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াত। শনিবার রাজস্থানের যোধপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখাওয়াত বলেন, "নির্বাচন সুষ্ঠু ও সততার সঙ্গে সম্পন্ন করা উচিত এবং ভোটার তালিকার দ্রুত সংশোধন করা উচিত। সংবিধান প্রদত্ত ক্ষমতার অধীনে এটি নির্বাচন কমিশনের দায়িত্ব।"

ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর সম্পর্কে শেখাওয়াত বলেন, "এই দেশে বহুবার এসআইআর পরিচালিত হয়েছে। কংগ্রেস ও তাঁদের নেতারা মহারাষ্ট্র নির্বাচনের পরে একই রকম অভিযোগ করছিল, ভোটার তালিকায় অসঙ্গতির অভিযোগ তুলেছিল। এখন যখন এসআইআর শুরু হয়েছে, তারা এটিকে রাজনীতিকরণ করছে। বিহার নির্বাচনের পর, জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে যে দেশে বিভাজনের রাজনীতি, অসদাচরণের রাজনীতি বা পারিবারিক রাজনীতি কোনটাই টিকে থাকবে না।"

You might also like!