
নয়াদিল্লি, ২২ নভেম্বর : রাজধানী দিল্লির বাতাস শনিবারও অস্বাস্থ্যকর! শনিবার দূষণে নাজেহাল হলেন দিল্লির বাসিন্দারা। ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। রাজধানীর নানা স্থানে বাতাসের গুণগতমানের সূচক ছিল উদ্বেগজনক স্তরে। দিল্লির আইটিও, ইন্ডিয়া গেট এলাকায় এদিন সকালে বাতাসের গুণগতমানের সূচক ছিল ৩৭০। আবার অক্ষরধাম, আনন্দ বিহার গাজীপুর এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল ৪২২।
দিল্লি যখন দূষণে নাজেহাল, তখন মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশে বাড়ছে শীতের দাপট। আবার দক্ষিণ ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরল এবং তামিলনাড়ুতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
