Video

3 days ago

Child Protection | কন্যাশ্রী ছাত্রীদের আইনি সচেতনতা শেখালেন পুলিশ আধিকারিকরা

 

বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আউনাড়া হাই স্কুলের কন্যাশ্রী ছাত্রীদের নিয়ে প্রধান শিক্ষক হাজির হলেন ইন্দাস থানায়। এরপরেই ছাত্রীদের ক্লাস নিতে শুরু করে পুলিশ আধিকারিকরা। শেখানো হয় শিশু সূরক্ষা আইন, বাল্য বিবাহ, সাইবার প্রতারণা সহ একাধিক বিষয়ে সচেতনতার পাঠ। এই উদ্যোগে খুশী আউনাড়া হাই স্কুলের কন্যাশ্রীরাও। পুলিশ আধিকারিকদের কাছ থেকে একাধিক বিষয়ে সচেতনতার পাঠ পেয়ে তাদের কাজে লাগবে বলেই তারা জানিয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদোষ চট্টোপাধ্যায় বলেন, সরকারী নির্দেশিকা মেনেই কন্যাশ্রী ক্লাবের সদস্যাদের নিয়ে থানা পরিদর্শণে এসেছি। বাল্যবিবাহ সহ একাধিক বিষয়ে পুলিশ আধিকারিকরা আলোচনা করেছেন। এবার অনেকখানি বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে বলে তিনি মনে করছেন বলে জানান।

You might also like!