রিও দে জেনেইরো, ২৯ মার্চ : আর্জেন্টিনার বিরুদ্ধে চার গোল খাওয়ার তিন দিনের মধ্যে ছাঁটাই করা হল দোরিভাল জুনিয়রকে। ২০২৪ সালের জানুয়ারি থেকে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। কিন্তু ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্টিনার বিরুদ্ধে হারের পরেই সরিয়ে দেওয়া হল তাঁকে। ১৬ ম্যাচেই শেষ হল ব্রাজিল কোচ দোরিভালের অধ্যায়। আর্জেন্টিনার কাছে লজ্জার হারের পর ছাঁটাই হলেন ব্রাজিলের কোচ দো ভাল জুনিয়র। জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে ১৪ মাস পর শুক্রবার ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়রকে বরখাস্ত করা হয়েছে। ১৬ ম্যাচে তাঁর কোচিংয়ে ব্রাজিল জয় পেয়েছে ৭টি ও ৭ ড্রয়ের সঙ্গে আছে ২টি হার। দোরিভালের সঙ্গে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি ছিল। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রধান কার্যালয় রিও দে জেনেইরোতে এক সভার পর দোরিভালকে বরখাস্ত করেছেন সংস্থার প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ। দরিভালের সঙ্গে তিনি ছাঁটাই করেছেন সহকারী কোচ লুকাস সিলভেস্ত্রে ও পেদ্রো সোতেরো এবং ফিজিক্যাল ট্রেইনার সেলসে রেসেনদেকেও। দোরিভালের স্থলাভিষিক্ত হিসেবে সেলেসাওদের প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। তাকে না পাওয়া গেলে জর্জ জেসুসের দিকে নজর দিতে পারে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।