লোকালয়ে বন্য প্রানের তান্ডব বা জঙ্গলে আগুন সাধারন মানুষ সচেতন হতে হবে বলে জানালেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে পরিদর্শনে আসেন বনমন্ত্রী।বেঙ্গল সাফারিতে পর্যটকদের পাশাপাশি সাধারন মানুষের দৃষ্টি টানতে একাধিক পরিকল্পনার কথা ঘোষনা করেন তিনি।চলতি বছর প্রায় নয় কোটি টাকার মত বেঙ্গল সাফারি থেকে আয় হয়েছে বলে তিনি জানান।গত বছর যা ৭কোটি টাকার মত ছিল।বর্তমানে হাতি সাফারি প্রসঙ্গে তিনি বলেন হাতির সংখ্যা বেশ কিছু জঙ্গলে বেড়েছে।হাতিরা মাঝে মাঝে লোকালয়ে চলে আসছে।লোকালয় থেকে তাদের জঙ্গলে ফেরাতে তৎপর রয়েছে বন কর্মীরা।জঙ্গলে তাদের শান্তিতে থাকতে দিলেই,তাদের পিঠে চড়ে জঙ্গল দেখা যাবে।মানুষকে সচেতন হতে হবে।জঙ্গলে আগুন প্রসঙ্গে বলেন জঙ্গলে আগুন কিভাবে লাগছে তারজন্য নজরদারি বাড়ানো হয়েছে পাশাপাশি সাধারণ মানুষকেও সজাগ থাকতে হবে তিনি জানান।