Country

2 days ago

Giriraj Singh : অখিলেশের মতো লোকজন ভোটের জন্য যে কোনও কিছু করতে পারে : গিরিরাজ সিং

Giriraj Singh
Giriraj Singh

 

নয়াদিল্লি, ২৮ মার্চ : সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং।  সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, "অখিলেশ যাদবের মতো লোকজন ভোটের জন্য যে কোনও কিছু করতে পারে। প্রয়োজনে তিনি নামাজও পড়া শুরু করবেন। হিন্দুরা যে গরুর পূজা করে, অখিলেশ যাদব সেই গরুকে দুর্গন্ধযুক্ত মনে করেন। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে?"

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের 'সুগন্ধ-দুর্গন্ধ' সম্পর্কিত বক্তব্যের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, "অখিলেশ যাদবের মতো লোকজন ভোটের জন্য যে কোনও কিছু করতে পারে... তাদের ভোটের উপর বিশ্বাস আছে, ধর্মের উপর বিশ্বাস নেই।"

You might also like!