Horoscope

5 days ago

Horoscope Today: চৈত্র কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে কার ভাগ্য খুলছে? জেনে নিন আজকের রাশিফল!

Horoscope Today
Horoscope Today

 

১) মেষ রাশিঃ আজ স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন মেষ রাশির জাতকরা। কর্মক্ষেত্রে প্রচুর কাজের চাপে আপনি ধৈর্য হারাতে পারেন। মাতৃস্থানীয় মহিলার শরীর-স্বাস্থ্য নিয়ে চিন্তার উদ্রেক হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগিতা থাকবে। সাংসারিক কারণে আজ আপনার মনে উৎকণ্ঠা আসতে পারে।

২) বৃষ রাশিঃ আজ প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয় পাওয়ার ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্রে চরম ব্যস্ততা থেকে আজ একটু বিরতি নিন। ইলেকট্রনিক্স, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, পড়াশোনার সামগ্রীর ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভবান হবেন। আজ বন্ধুদের সাহায্যে কর্মক্ষেত্রে জটিলতার সমাধান হবে। অর্থ রোজগার এবং সঞ্চয় বাড়বে।

৩) মিথুন রাশিঃ আজ দিনভর মানসিক অস্থিরতায় কাটবে মিথুন রাশির জাতকদের। কোনও আইনি সমস্যায় উৎকন্ঠা বাড়তে পারে। সতীর্থ বা বন্ধুর ভুল-ভ্রান্তির দায় আজ আপনাকে ভোগ করতে হবে। বাক সংযম বজায় রাখুন। শারীরিক সমস্যায় কষ্ট পেতে পারেন। বৈদেশিক কোনও সংস্থা থেকে কর্মসংস্থানের যোগাযোগ হতে পারে।

৪) কর্কট রাশিঃ আজ উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন কর্কট রাশির জাতকরা। নতুন কোনও কাজ শুরু করলে বাধা পেতে পারেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার,ওকালতি ইত্যাদি পেশায় শুভাশুভ মিশ্রিত ফল পাবেন। উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ যান্ত্রিক গোলযোগের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। খাদ্য, বস্ত্র, পর্যটন, বিনোদন ও চামড়া ব্যবসা আজ শুভ ফল দেবে।

৫) সিংহ রাশিঃ আত্মসম্মানের প্রশ্ন আজ সিংহ রাশির জাতকদের বিচলিত করবে। জমানো টাকা বাজে খরচ হয়ে যেতে পারে। আজ কোনও বিতর্কে জড়াবেন না। সামরিক বাহিনী, পুলিশ, প্রশাসনিক বিভাগের কর্মীদের কাজে বাধা আসতে পারে। কোথাও লগ্নি করতে চাইলে যতদূর সম্ভব দেখে শুনে তবে সিদ্ধান্ত নিন।

৬) কন্যা রাশিঃ স্বাস্থ্য নিয়ে আজ মোটেও অবহেলা করবেন না সিংহ রাশির জাতকরা। আজ লটারি থেকে অর্থলাভ হতে পারে। আজ পায়ের পেশি বা স্নায়ুর সমস্যায় ভুগতে পারেন। নতুন কোথাও চাকরির আবেদন করলে আজ শুভ ফল পাবেন। ব্যবসায়ীদের আর্থিক লাভের মাত্রা ভালো থাকবে।

৭) তুলা রাশিঃ স্বাস্থ্য আজ মোটামুটি ভালো থাকবে তুলা রাশির জাতকদের। পেশাগত ক্ষেত্রে নতুন কাজের সুযোগ আজ পেতে পারেন। কর্মক্ষেত্রে অধস্তনরা আপনার আনুগত্য স্বীকার করবে। নিকট কোনও বন্ধু দ্বারা আজ উপকৃত হবেন। ব্যবসায় নিজের সক্রিয় ভূমিকায় আপনি প্রতিদ্বন্দ্বীদের দৃষ্টি আকর্ষণ করবেন।

৮) বৃশ্চিক রাশিঃ পৈতৃক সম্পত্তি আজ বিক্রি করে দিতে হতে পারে। ব্যবসা খুব ভালো লাভ হবে। ধৈর্য ধরুন, নতুন ব্যবসায় আপনার উদ্যম ব্যর্থ হবে না। গোপন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। কর্মক্ষেত্রে আপনার মনের ভাব প্রকাশের জন্য সঠিক শব্দ নির্বাচন করুন। না হলে ভুল কথা বলে বিপদে পড়তে পারেন।

৯) ধনু রাশিঃ নতুন কর্মসংস্থানের যোগাযোগ আজ হতে পারে। অকৃতজ্ঞ মানুষকে চিনে তার থেকে দূরত্ব বজায় রাখুন। কর্মক্ষেত্রে‌ আপনার কাজের পদ্ধতিকে সবাই প্রাধান্য দেবে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে আজ। দাঁত, হাড়, গলা ও কণ্ঠনালীর সমস্যায় কষ্ট পেতে পারেন। খরচ নিয়ন্ত্রণে রাখলে সঞ্চয় বাড়বে।

১০) মকর রাশিঃ গায়ক, গায়িকা, আবৃত্তিকার, বাচিক শিল্পীরা সুনাম অর্জন করবেন। দাম্পত্যে মতান্তর আসতে পারে। প্রভাবশালী ব্যক্তির সংযোগ নতুন কাজের দিশা আনবে। অফিসে সহকর্মীদের ভুল সংশোধন করুন। ছাত্রছাত্রীদের পড়াশোনা অন্য অ্যাক্টিভিটির সঙ্গে সমান্তরাল ভাবে চলবে। অনিশ্চিতক্ষেত্রে বিনিয়োগ করলে ক্ষতি হবে।

১১) কুম্ভ রাশিঃ পর্যাপ্ত আয় করবেন কুম্ভ রাশির জাতকরা। এর ফলে মনে আনন্দ থাকবে। বৈষয়িক সমস্যার মৌখিক ভাবে মাধান করুন। দূরবর্তী কোনও ক্ষেত্র থেকে কাজের সুযোগ আসতে পারে। শারীরিক সমস্যা আপনাকে বেগ দেবে। ব্যবসা আজ লাভজনক হবে। চুক্তিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি সমস্যায় পড়তে পারেন।

১২) মীন রাশিঃ পরিবার সম্পর্কে কোনও সুখবর পেতে পারেন মীন রাশির জাতকরা। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ উন্নতির যোগ থাকছে। অহেতুক নেতিবাচক চিন্তা আপনার উৎকণ্ঠা বাড়াবে। আজ কোনও গুণী মানুষের সান্নিধ্য লাভ করবেন। সন্তানের অবাধ্যতা আপনাকে বিব্রত করবে। সেবামূলক কাজে যুক্ত হওয়ায় অর্থ ব্যয় হতে পারে।

You might also like!