কলকাতা, ২৫ মার্চ : মঙ্গলবার শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে ভারত বাংলাদেশের মুখোমুখি হবে। এই মাসের শুরুতে অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসার পর, সুনীল ছেত্রী জাতীয় দলের হয়ে দ্বিতীয় উপস্থিতিতে অংশ নিতে চলেছেন।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে কুয়েতের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর গত বছরের জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সুনীল ছেত্রী। ১৯ মার্চ মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলে আন্তর্জাতিক প্রীতি জয়ে ব্লু টাইগার্সদের হয়ে খেলা তিনি শুরু করেছিলেন এবং গোল করেছিলেন। ১৫২টি খেলায় ৯৫টি গোল করে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি এবং আলি দাইয়ের পরে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা।
বাংলাদেশের বিপক্ষে সুনীল ছেত্রীর রেকর্ড কী? সুনীল ছেত্রী তার ক্যারিয়ারে এখনও পর্যন্ত ছয়বার বাংলাদেশের মুখোমুখি হয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে শেষ মুখোমুখি হয়েছিলেন ২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে। ছেত্রীর উদ্বোধনী গোলের মাধ্যমে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এই গোল ধরে বাংলাদেশের বিপক্ষে তার গোলসংখ্যা ছয়ে পৌঁছেছে। সাফ চ্যাম্পিয়নশিপ, প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এই ছটি গোল করেছিলেন সুনীল ছেত্রী।