Country

2 days ago

Uttarakhand Cloudburst: উত্তরাখণ্ড জুড়ে স্কুল বন্ধ, বেশ কয়েকটি জারি ভারী বৃষ্টির সতর্কতা

IMD Issues Heavy Rainfall Alert for Uttarakhand
IMD Issues Heavy Rainfall Alert for Uttarakhand

 

দেহরাদূন, ৭ আগস্ট : মুষলধারে বৃষ্টিপাতের দাপটে উত্তরাখণ্ড জুড়ে স্কুল বন্ধ রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় নানা প্রান্তে ধ্বংসযজ্ঞ চলছে।উত্তরাখণ্ডের বেশ কয়েকটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস-সহ লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর আগামী ১২ আগস্ট পর্যন্ত পাউরি গাড়োয়াল, তেহরি, উত্তরকাশী, দেহরাদূন, চম্পাবত, উধম সিং নগর, বাগেশ্বর এবং নৈনিতালের জন্য লাল সতর্কতা জারি করেছে। পরিস্থিতি বিবেচনায় স্কুল বন্ধ রাখা হয়েছে ও মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গত সপ্তাহ থেকে অবিরাম বৃষ্টিপাতের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে উত্তরাখণ্ডে, যার মধ্যে রয়েছে উত্তরকাশীতে দু'টি এবং পাউরি গড়ওয়ালে একটি মেঘভাঙা বৃষ্টির ঘটনা। উত্তরকাশীর ধারালি অঞ্চলে হারসিলের কাছে একটি সম্পূর্ণ গ্রাম বন্যার জলে ভেসে গেছে। বহু বাসিন্দা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে এবং ব্যাপকভাবে উদ্ধার অভিযান চলছে।

You might also like!