Breaking News
 
Raj Chakroborty : বিচ্ছেদ নিয়ে খোলাখুলি রাজ, বললেন ‘ভাবতেই পারিনি’ Pakistan India: ‘ভারতকে শিক্ষা দিতে প্রস্তুত’—আমেরিকায় দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের বার্তা দিলেন পাক সেনাপ্রধান! Kunal Ghosh: ‘ঠান্ডা মাথায় অপরাধমূলক অপপ্রচার’, CBI-র সঙ্গে ‘সেটিং’—অভয়ার বাবাকে কুণাল ঘোষের বার্তা Rahul Gandhi: জ্ঞান হারালেন মহুয়া, গ্রেপ্তার রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে! বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে তুমুল উত্তেজনা Gaza Strike: আল-শিফা হাসপাতালের কাছে ইজরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত,করসপনডেন্টকে সন্ত্রাসী তকমা! India Bloc MPs' EC March: দিল্লির পথে ইন্ডিয়া জোটের বিক্ষোভ মিছিল, ব্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, রাস্তায় ধর্নায় রাহুল!

 

Country

1 day ago

PM Fit India campaign:প্রধানমন্ত্রীর 'ফিট ইন্ডিয়া' মুভমেন্ট বৃহৎ আন্দোলনে পরিণত হয়েছে : মনসুখ মান্ডভিয়া

Mansukh Mandaviya statement,
Mansukh Mandaviya statement,

 

নয়াদিল্লি, ১০ আগস্ট : প্রতি রবিবারের মতো, এই রবিবারও কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া 'সানডেস অন সাইকেল ফিট ইন্ডিয়া' অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে 'ফিট ইন্ডিয়া - সানডেস অন সাইকেল' অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া, অনুষ্ঠানে পঞ্চায়েত সদস্যরা অংশগ্রহণ করেন।

'সানডেস অন সাইকেল ফিট ইন্ডিয়া' অনুষ্ঠানে যোগদান সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেন, "প্রধানমন্ত্রী মোদীর ফিট ইন্ডিয়া আন্দোলন এখন 'সানডেস অন সাইকেল' আকারে সমগ্র দেশে একটি বড় অভিযানে পরিণত হয়েছে। আজ ৫০,০০০-এরও বেশি গ্রামে, পঞ্চায়েত প্রতিনিধিরা ফিট ইন্ডিয়ার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সাইকেল চালিয়েছেন।" মনসুখ মান্ডভিয়া আরও বলেছেন, "প্রধানমন্ত্রী মোদীর 'ফিট ইন্ডিয়া' আন্দোলন বৃহৎ আন্দোলনে পরিণত হয়েছে। আজ, সারা দেশের ৫০,০০০-এরও বেশি গ্রামের পঞ্চায়েত প্রতিনিধিরা 'সানডেস অন সাইকেল' অনুষ্ঠানে অংশগ্রহণ করে ফিট ইন্ডিয়ার বার্তা ছড়িয়ে দিয়েছেন, নিজেদের গ্রামগুলিকে প্রধানমন্ত্রী মোদীর আন্দোলনের সঙ্গে সংযুক্ত করেছেন।"

You might also like!