বালুরঘাট, ১ এপ্রিল : তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। তাঁর মতে, পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতেই দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমার ঢোলাহাটে একটি বাড়িতে বিস্ফোরণে একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই বাড়িতে অবৈধ বাজি মজুত ছিল। এই বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার সুকান্ত মজুমদার বলেছেন, "আমি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলাম, বাংলায় প্রতি ২-৩ মাস অন্তর এই ধরনের ঘটনা ঘটবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ধ্বংস করে দিয়েছেন। স্বাধীনতার পর থেকে বাংলা কখনও এত অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী দেখেনি।"