Country

2 days ago

Arjun Ram Meghwal: এক দেশ এক নির্বাচনের ফলে শাসন ব্যবস্থা উন্নত হবে,অর্জুন মেঘওয়াল

Arjun Ram Meghwal
Arjun Ram Meghwal

 

চন্ডীগড়, ২৯ মার্চ : এক দেশ এক নির্বাচনের ফলে শাসন ব্যবস্থা উন্নত হবে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। শনিবার চন্ডীগড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, "এক দেশ এক নির্বাচনের উপর একটি যৌথ সংসদীয় কমিটি আছে। যখন এই বিলটি লোকসভায় পেশ করার সময় আলোচনা করা হয়েছিল, তখন এটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল। বিরোধীদেরও একই দাবি ছিল এবং সরকারও এক ধাপ এগিয়ে এটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠিয়েছে। এখন যৌথ সংসদীয় কমিটি এটি বিবেচনা করছে। বিজেপি জনসাধারণকে সচেতন করার জন্য একটি কর্মসূচিও গ্রহণ করেছে, যে এক দেশ এক নির্বাচন দেশের স্বার্থে। এতে শাসনব্যবস্থা উন্নত হবে। একযোগে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করার আরও সুযোগ পাবেন।"

You might also like!