মুম্বই : ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তির তালিকায় ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানাকে গ্রেড এ-তে ধরে রাখা হয়েছে। অলরাউন্ডার দীপ্তি শর্মাকেও গ্রেড এ ক্যাটাগরিতে রাখা হয়েছে। কেন্দ্রীয় চুক্তির তালিকায় নতুন করে যুক্ত হলেন উমা ছেত্রী, অরুন্ধতী রেড্ডি, তিতাস সাধু এবং শ্রেয়ঙ্কা পাতিল। গ্রেড বি থেকে এবার বাদ পড়লেন রাজেশ্বরী গায়কোয়াড়, যার শেষ ভারত সফর ছিল ২০২৪ সালের জুলাই মাসে।
বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি তালিকা (মহিলা দল):
গ্রেড এ: হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা
গ্রেড বি: রেণুকা ঠাকুর, জেমিমা রড্রিগস, শফালি ভার্মা, রিচা ঘোষ
গ্রেড সি: আমনজ্যোট কৌর, উমা চেত্রি, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, স্নেহ রানা, তিতাস সাধু, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, ইয়াস্তিকা ভাটিয়া।