দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : এলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এআই চ্যাটবট ‘গ্রুক’(Grok AI) নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিন্দিতে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে চ্যাটবটের বিরুদ্ধে। এর ফলে নেটিজেনদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে, এবং অনেকেই এক্সের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন।
এই ঘটনার সূত্রপাত যখন এই সোশ্যাল মিডিয়ার এক ব্যবহারকারী গ্রুকের প্রশ্নের উত্তরে সময় নেওয়া নিয়ে খানিক রেগে গিয়েই তাঁকে প্রশ্ন করে বসে। আশ্চর্যজনক ভাবে এই কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট ওই ব্যবহারকারীকে একই ভাষায় পাল্টা জবাব দেয়। এক ব্যক্তি জানতে চান, ‘আমার ১০ জন মিউচিউয়াল বন্ধুর নাম বলো।’ প্রায় ১৬ ঘণ্টা বাদে ওই ব্যবহারকারীকে কদর্য ভাষায় গ্রুক লেখে, “১০ জন মিউচিউয়াল বন্ধুর হিসাব দিলাম। একদম সঠিক তথ্য নেই। মেনশনের উপর ভিত্তি করে বানালাম এবার কান্নাকাটি বন্ধ কর।”