Life Style News

1 week ago

Advice from Buddhism: বৌদ্ধধর্মের প্রধান ৫টি উপদেশ, যা মেনে চললে জীবন হবে শান্তিপূর্ণ!

Buddhism
Buddhism

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হিন্দু ধর্ম থেকে জাত বৌদ্ধধর্ম আজ বিশ্বের বহু দেশে ছড়িয়ে আছে। চিন ও জাপানে মূলত বৌদ্ধ ধর্মের প্রাধান্য দেখা যায়। বৌদ্ধ ধর্মকে বলা হয় শান্তি ও মৈত্রীর ধর্ম। সেই বৌদ্ধধর্মের প্রধান ৫টি বাণী হলো - 

 ১.প্রাণহানি না করাঃ কোনো জীবকে হত্যা করা বা আঘাত করা থেকে বিরত থাকা;

২.চুরি না করাঃ অন্যের জিনিসপত্র অন্যায়ভাবে নেওয়া বা চুরি করা থেকে বিরত থাকা।

৩.যৌন অসদাচরণ না করাঃ অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করা থেকে বিরত থাকা।

৪. মিথ্যা কথা না বলাঃ মিথ্যা কথা বলা বা অন্যের ক্ষতি করার জন্য কথা বলা থেকে বিরত থাকা; 

৫.মদ ও নেশাজাতীয় দ্রব্য গ্রহণ না করাঃ এমন কোনো দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকা যা মনকে ঘোলাটে করে এবং বিচার-বিবেচনা ক্ষমতাকে দুর্বল করে। 

 উপরিউক্ত ধর্মীয় শিক্ষাগুলি মানুষের জীবনকে উন্নত করতে এবং একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ সহায়ক হবে।  

You might also like!