Game

15 hours ago

Raphinha: গোল করে আর্জেন্টিনাকে হারানোর ঘোষণা রাফিনিয়ার

Raphinha
Raphinha

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ২০১৯ সালের পর আর্জেন্টিনার বিপক্ষে জয় নেই ব্রাজিলের। এর মধ্যে দুই দল চারবার মুখোমুখি হলেও তিনটিতে হেরেছে ব্রাজিল এবং ড্র করেছে অন্য ম্যাচে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়খরা কাটাতে আগামীকাল ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটাকে পাখির চোখ করেছে দলটি।

এমনকি এই ম্যাচে আর্জেন্টিনাকে হারানোর আগাম ঘোষণা দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে দিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড অবশ্য শুধু হারানোর ঘোষণা দিয়েই থামেননি, বরং যুদ্ধের ঘোষণাই যেন দিয়ে রাখলেন।ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘রোমারিও টিভি’তে রাফিনিয়া বলেছেন, ‘আমরা তাদের অবশ্যই হারাব। গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি। আমরা যা আছে সব নিয়ে মাঠে নামব।’সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ বেশ উত্তাপ ছড়িয়েছে। ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগের ম্যাচে মারাকানায় মারামারি আর সংঘর্ষে তুলকালাম কাণ্ড হয়েছে। এমনকি নাটকীয় বিতর্কে একটি ম্যাচ তো মাঠেই গড়াতে পারেনি। কিন্তু এর বিপরীত চিত্রও অবশ্য আছে।২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে হারের পর মেসিকে জড়িয়ে নেইমারের কান্নার দৃশ্য এবং পরে একসঙ্গে বসে আড্ডা দেওয়া ছবি দুই দলের উত্তপ্ত সম্পর্ককে খানিকটা শীতল করেছিল। কিন্তু রাফিনিয়ার এবারের মন্তব্য নিশ্চিতভাবেই আগুনে নতুন করে ঘি ঢালল। যদিও সংবাদ সম্মেলনে রাফিনিয়ার মন্তব্যকে উসকে না দিয়ে বন্ধুত্বের বার্তাই দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

রাফিনিয়ার ‘যুদ্ধ’ ঘোষণার জবাবে স্কালোনি বলেছেন, ‘মাঠে যোদ্ধা এবং মাঠের বাইরে বন্ধু। আমি খেলোয়াড়ের বিবৃতি নিয়ে খুব গভীরে যেতে চাই না। কিন্তু আমি এটা সম্পর্কে জানি। আর্জেন্টিনা বনাম ব্রাজিল গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু এরপরও এটা একটা ফুটবল ম্যাচ। এর বাইরে যাওয়া উচিত নয়।’এ সময় মেসি-নেইমারের বন্ধুত্বের কথাও মনে করিয়ে দেন স্কালোনি, ‘কোপা আমেরিকা ফাইনালের পর মারাকানায় আমি মেসি-নেইমারের ছবিটার কথা মনে করতে পারি। এই আবহটা ধরে রাখতে হবে। বিশ্বের সেরা এবং সম্ভবত দ্বিতীয় সেরা খেলোয়াড়ের একসঙ্গে থাকা, বন্ধু হওয়া। এই চিত্রটাই আমাদের প্রয়োজন।’

ম্যাচে সীমা অতিক্রম না করার বার্তায় জোর দিয়ে স্কালোনি আরও বলেছেন, ‘এটা ফুটবল ম্যাচ, যা আমরা দুই দলই জিততে চাই। আমাদের সবার ব্রাজিলিয়ান বন্ধু আছে। আমি তাদের অনেককেই চিনি। আমাদের এর বাইরে যাওয়া উচিত হবে না।’

You might also like!