Country

3 days ago

Nagpur violence: লুকোচুরি শেষ, নাগপুর হিংসায় অবশেষে গ্রেফতার হামিদ ইঞ্জিনিয়ার

One arrested in Nagpur violence (Symbolic picture)
One arrested in Nagpur violence (Symbolic picture)

 

নাগপুর, ২২ মার্চ : মহারাষ্ট্রের নাগপুরে সংঘর্ষ ও হিংসাত্মক ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল হামিদ ইঞ্জিনিয়ার। শুক্রবার গভীর রাতে হামিদকে গ্রেফতার করেছে নাগপুর পুলিশ। হামিদ ইঞ্জিনিয়ার মাইনরিটিস ডেমোক্রেটিক পার্টির কার্যনির্বাহী সভাপতি। শনিবার সকালে নাগপুরের ডিসিপি লোহিত মাতানি বলেছেন, নাগপুরের হিংসার ঘটনায় শুক্রবার গভীর রাতে হামিদ ইঞ্জিনিয়ার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। হিংসাত্মক ঘটনার পর থেকেই সে পালিয়ে বেড়াচ্ছিল, ধৃত হামিদ মাইনরিটিস ডেমোক্রেটিক পার্টির কার্যনির্বাহী সভাপতি।

You might also like!