Horoscope

4 days ago

Horoscope Today: লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে কোন রাশিতে? জেনে নিন আজকের রাশিফল!

Horoscope Today
Horoscope Today

 

১) মেষ রাশিঃ আজ নানা চিন্তায় মানসিক ভাবে জর্জরিত হবেন মেষ রাশির জাতকরা। ব্যবসায় সামগ্রিক সাফল্য পাবেন। ঋণ নেওয়া নিয়ে চিন্তা বাড়তে পারে। মায়ের শরীর-স্বাস্থ্য উদ্বেগের কারণ হবে। অংশীদারি ব্যবসায় সতর্ক থাকুন। প্রশাসনিক স্তরে কর্মরত ব্যক্তিদের অন্যত্র বদলি হওয়ার যোগ আছে।

২) বৃষ রাশিঃ মানসিক দ্বিধার কারণে সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা হবে বৃষ রাশির জাতকদের। আত্মীয়ের সঙ্গে সম্পর্ক তিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়-ব্যয়ের হিসেব ঠিক থাকবে। সন্তানকে নিয়ে চিন্তার উদ্রেক হবে। তরল দ্রব্যের ব্যবসা লাভজনক হবে। গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারেন।

৩) মিথুন রাশিঃ আজ চতুর্দিকে আপনার কর্মের প্রসার বাড়বে। পারিপার্শ্বিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখুন। ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। রাজনীতিবিদদের সুনামহানির সম্ভাবনা রয়েছে। জলপথে সফরে বিপদ হতে পারে। পারিবারিক প্রয়োজনে অর্থ ব্যয় হবে। অযোগ্য ব্যক্তিকে ধার দিলে ফেরত পেতে সমস্যা হবে।

৪) কর্কট রাশিঃ আজ সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তিত হবেন। কর্মক্ষেত্রে অপ্রিয় সত্য কথা বলে সহকারীদের বিরাগভাজন হতে পারেন। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে হাড়ে আঘাত পাওয়ার যোগ রয়েছে। পৈত্রিক সম্পত্তি বিক্রি করে দিতে পারেন। বাবার সঙ্গে মতপার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি পদক্ষেপ এড়িয়ে চলুন।

৫) সিংহ রাশিঃ প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা আজ সম্মান এবং মোটা পারিশ্রমিকের পদোন্নতি পাবেন। শত্রুর থেকে ক্ষতির আশঙ্কা প্রবল। আজ ভুল সিদ্ধান্তে বিপথে চালিত হতে পারেন। পারিবারিক সমস্যার কারণে মানসিক দুশ্চিন্তায় ভুগবেন। যা আপনার কর্মক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। অহেতুক কথা কাটাকাটিতে না জড়ানোই ভালো।

৬) কন্যা রাশিঃ সামান্য শারীরিক সমস্যা হলেও চিকিৎসকের পরামর্শ নিন। কর্মক্ষেত্রে আজ মারাত্মক পরিশ্রমের সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের কাছে বিয়ের প্রস্তাব এলে সব দিক বিবেচনা করে এগোনো উচিত। ছোট ভাইয়ের বা বোনের সঙ্গে সম্পর্কে জটিলতা আসতে পারে।

৭) তুলা রাশিঃ অফিসে আজ জটিলতা বাড়তে পারে তুলা রাশির জাতকদের। বিলাসবহুল জীবনযাত্রার কারণে খরচ বাড়বে। ব্যয় বাড়ায় সঞ্চয় কম হবে। চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। ব্যবসায় কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভুল হতে পারে। বাক সংযম রাখুন। আজ জীবন সঙ্গীর দ্বারা জটিল সমস্যার সমাধান হবে।

৮) বৃশ্চিক রাশিঃ অস্ত্রাঘাত বা রক্তপাতের যোগ রয়েছে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা উচিত। মায়ের স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। ব্যবসায় সফলতা আসবে। কোনও বন্ধুর থেকে ক্ষতির আশঙ্কা থাকলেও পুরোনো বন্ধুর সহযোগিতায় উপকার পাবেন। আজ কোনও গুণী ব্যক্তির সান্নিধ্য পেতে পারেন। শেয়ার মার্কেট থেকে লাভ হবে।

৯) ধনু রাশিঃ নির্দিষ্ট প্রক্রিয়ায় কাজ না করলে কর্মক্ষেত্রে বিভ্রাট হতে পারে। অতিরিক্ত প্রলোভনে পা দিলে সমস্যায় পড়বেন। ঘাড়ে বা কোমরে আঘাত পেতে পারেন। বিবাহযোগ্য পাত্র-পাত্রীদের বিয়ের কথা এগোতে পারে। সহকর্মীদের সঙ্গে মতান্তর হতে পারে। আইনি সমস্যার মৌখিক সমাধানের চেষ্টা করুন।

১০) মকর রাশিঃ যে কোনও রকম প্রতিবাদ আজ এড়িয়ে চলুন। হঠকারী সিদ্ধান্ত নেওয়ায় ঠকতে হতে পারে। হোটেল বা বিমান পরিষেবা ক্ষেত্র থেকে কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায় হিসেবে গোলমাল হতে পারে। রাজনীতিবিদদের থেকে দূরত্ব বজায় রাখুন। প্রেমের সম্পর্কে মাধুর্য বাড়বে।

১১) কুম্ভ রাশিঃ গুরুপাক খাবার এবং অনিয়মের কারণে শারীরিক সমস্যা হতে পারে। অনিশ্চিত বিনিয়োগ না করাই ভালো। পারিবারিক বিষয়ে সুখবর পেতে পারেন। ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলে আজ তা স্থগিত করুন। পৈত্রিক সূত্রে প্রত্যাশিত লাভ হতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন।

১২) মীন রাশিঃ কর্মক্ষেত্রে সমস্যার সমাধান করতে আজ সক্রিয় পদক্ষেপ করবেন। ব্যবসায় উপযুক্ত সিদ্ধান্তের সহায়ক ফল পাবেন। নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা জরুরি। আজ কোনও অংশীদারি ব্যবসা শুরু না করাই ভালো। তীর্থ ভ্রমণের যোগ রয়েছে। নিজের অনুভূতিকে দমিয়ে বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিলে লাভবান হবেন।


You might also like!