হাওড়া, ২১ মার্চ : হাওড়ার বালির নিবেদিতা সেতুতে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। শুক্রবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ বালির নিবেদিতা সেতুর টোলওয়েতে লালবাড়ির সামনে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, একটি চারচাকা ছোট পণ্যবাহী গাড়ি কাপড় বোঝাই করে হাবরা থেকে অঙ্কুরহাটি হাটের দিকে যাচ্ছিল।
লালবাড়ির সামনে গাড়ির একটি টায়ার ফেটে যায়। আচমকা গাড়ি উল্টে যেতেই পেছনে থাকা ৬ জন শ্রমিক ব্রিজের রেলিং পেরিয়ে রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চারজনের। আশঙ্কাজনক অবস্থায় দু'জনকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ।