কলকাতা, ২৪ মার্চ : রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মোহিত শার্মাকে ‘মুক্তি’ দিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড গড়লেন রাজস্থান রয়েলসের ইংলিশ পেসার আর্চার। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৭৬ রান দিয়ে উইকেট শূন্য থাকেন আর্চার। গত আসরে গুজরাট টাইটান্সের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ৭৩ রান দিয়েছিলেন মোহিত।
আইপিএলের গত আসরে খেলেননি আর্চার। এবারের আসরের জন্য শুরুতে নিলামের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না তিনি, যা নিয়ে উঠেছিল প্রশ্ন, জেগেছিল কৌতূহল। পরে নিলামের ৩ দিন আগে তালিকায় ফেরানো হয় তাকে। ১২ কোটি ৫০ লাখ টাকাতে তাকে দলে নেয় রাজস্থান। এক আসর পর আইপিএলে ফেরার উপলক্ষটা কিন্তু সুখকর হলো না জফ্রা আর্চারের।