Game

1 day ago

IPL 2025: আর্চারের অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড

Jofra Archer
Jofra Archer

 

কলকাতা, ২৪ মার্চ : রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মোহিত শার্মাকে ‘মুক্তি’ দিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড গড়লেন রাজস্থান রয়েলসের ইংলিশ পেসার আর্চার। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৭৬ রান দিয়ে উইকেট শূন্য থাকেন আর্চার। গত আসরে গুজরাট টাইটান্সের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ৭৩ রান দিয়েছিলেন মোহিত।

আইপিএলের গত আসরে খেলেননি আর্চার। এবারের আসরের জন্য শুরুতে নিলামের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না তিনি, যা নিয়ে উঠেছিল প্রশ্ন, জেগেছিল কৌতূহল। পরে নিলামের ৩ দিন আগে তালিকায় ফেরানো হয় তাকে। ১২ কোটি ৫০ লাখ টাকাতে তাকে দলে নেয় রাজস্থান। এক আসর পর আইপিএলে ফেরার উপলক্ষটা কিন্তু সুখকর হলো না জফ্রা আর্চারের।

You might also like!