Country

5 days ago

Rajasthan accident: রাজস্থানে গাড়ির ওপর উল্টে গেল ট্রাক, মর্মান্তিক মৃত্যু ৬ জনের

Bikaner Road Accident
Bikaner Road Accident

 

বিকানের, ২০ মার্চ : রাজস্থানের বিকানের জেলায় সুইফ্ট গাড়ির ওপর উল্টে গেল একটি ছাই ভর্তি ট্রাক ট্রেলার। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৬ জন সদস্যের। নিহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, ট্রাক ট্রেলারের তলায় চাপা পড়ে গাড়িটি একেবারে তুবড়ে গিয়েছে। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দেশনক থানার অধীনে দেশনক ওভারব্রিজে।

পুলিশ সূত্রের খবর, নিহতরা সবাই একই পরিবারের সদস্য এবং তাঁরা হলেন জগন্নাথের ছেলে অশোক (৪৫), গঙ্গারামের ছেলে মুলচাঁদ (৪৫), গঙ্গারামের ছেলে পাপ্পুরম (৫৫), চেতনরামের ছেলে শ্যামসুন্দর (৬০), চেতনরামের ছেলে দ্বারকাপ্রসাদ (৪৫), এবং মোহনরামের ছেলে করনীরাম (৫০)। এএসআই চরণ সিং জানিয়েছেন, মুলচাঁদ এবং পাপ্পুরম, সেইসঙ্গে শ্যামসুন্দর এবং দ্বারকাপ্রসাদ, দুজনেই ভাই। পরিবারটি বিকানেরে একটি অনুষ্ঠানে যোগদানের পর নোখায় ফিরছিল।

বুধবার রাতে ওভারটেকিং করার সময় দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি বিকানের থেকে নোখায় যাচ্ছিল, সেই সময় নোখা থেকে বিকানেরগামী ট্রেলারটি ভারসাম্য হারিয়ে গাড়ির ওপর উল্টে যায় এবং গাড়িটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায়। ট্রেলার ট্রাকটি সরানোর জন্য তিনটি জেসিবি ডাকা হয় এবং আহতদের অ্যাম্বুলেন্স ও অন্যান্য গাড়িতে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। করণী মন্দিরের কাছে রেলক্রসিংয়ের উপর নির্মিত একটি সেতুতে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি রাস্তায় সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর আধ ঘণ্টা ধরে এই গাড়িতে থাকা ৬ জনই ট্রাকের নিচে চাপা পড়ে ছিলেন। জেসিবির সাহায্যে ট্রেলার ট্রাকটি তুলে তাঁদের বের করা হয়। কিন্তু, ৬ জনকে প্রাণে বাঁচানো যায়নি।


You might also like!