Health

3 hours ago

Dental Care Tips: দাঁত ভালো রাখতে কয়েকটি ঘরোয়া টোটকা অব্যর্থ! জেনে নিন গুণাবলি

Dental Care Tips
Dental Care Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দাঁত আমাদের মানবদেহের অপরিহার্য অঙ্গ, অথচ আমরা অনেকেই দাঁতকে অবহেলা করি। তাই বলা হয় 'দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না।' সে যাইহোক দাঁতের যত্ন নেওয়া আমাদের অবশ্যই কর্তব্য। দাঁতে যন্ত্রণা কখন শুরু হবে, কখন থামবে, তার কোনও ঠিক নেই৷ আচমকা শুরু হওয়া দন্তশূলে নিমেষে তছনছ হয়ে যেতে পারে সুখের মুহূর্ত৷ চিকিৎসকের কাছে যেতে না পারলে হাতের কাছে কিছু ঘরোয়া টোটকায় ব্যথা কমান৷ সাধারণত দিনের তুলনায় রাতে বেশি হয় দাঁতের যন্ত্রণা৷ দাঁতের এনামেল ক্ষয়ে গিয়ে ভিতরের ডেন্টিন বা পাল্প যখন উন্মুক্ত হয়ে পড়ে, তখন তীব্র ব্যথা অনুভূত হয়৷ দাঁতে ক্যারিস বা ক্ষয় থেকে হয় ক্যাভিটি৷ যাকে চলতি কথায় ‘দাঁতের পোকা’ বলে থাকি আমরা৷ 

দাঁতের ব্যথায় কিছু ঘরোয়া টোটকা অনুসরণ করতে পারেন,যা হবে বেশ কার্যকরী। যেমন -  

১) নুন জলে কুলি - ঈষদুষ্ণ জলে নুন মিশিয়ে কুলি করুন৷ এটি দাঁতের ব্যথা কমিয়ে আরাম প্রদান করে,এমনকি মুখের ব্যাকটেরিয়া কমিয়ে দিতেও সাহায্য করে নুন জল৷   

২) লবঙ্গ তেল - লবঙ্গতেল দাঁত ব্যথা কমাতে অব্যর্থ৷ লবঙ্গের ঝাঁঝ দ্রুত অবশ করে দেয় ব্যথার জায়গাটিকে৷ ওষুধের দোকান থেকে লবঙ্গতেল বা ক্লোভ অয়েল কিনে তুলো দিয়ে লাগান ক্যাভিটিতে৷ গোটা লবঙ্গও দিতে পারেন৷

৩) কর্পূর- কর্পূর যন্ত্রণানাশক, দাঁতের যন্ত্রণা কমাতে কর্পূরও ব্যবহার করতে পারেন ৷ 

৪) রসুন - রসুনের কোয়া থেতো করে লাগিয়ে রাখুন যন্ত্রণাবিদ্ধ দাঁতে, এতে আরাম পাবেন৷ 

 ৫) পেয়ারা পাতা - পেয়ারা পাতা থেতো করে লাগিয়ে দিন ক্ষতস্থানে বা পেয়ারা পাতা জলে ফুটিয়ে সেই মিশ্রণ দিয়ে কুলকুচি করুন৷

উপরিউক্ত নিয়ম মেনে চলুন, দাঁত ভালো রাখুন,সুস্থতা বজায় রাখুন।  

You might also like!