Life Style News

5 days ago

Tips for Solving Financial Crisis: আর্থিক সংকট মেটাতে মেনে চলুন জ্যোতিষ শাস্ত্রের কিছু উপদেশ,যা বেশ কার্যকরী!

Tips for Solving Financial Crisis (Symbolic picyure)
Tips for Solving Financial Crisis (Symbolic picyure)

 

 দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মানুষের সংসারে সুখ ও শান্তির কেন্দ্রে আছে অর্থ। অর্থ যথেষ্ট উপার্জন করলেও নানা কারণে তা নষ্ট হয়ে যায়। সংসারে লেগে থাকে অশান্তি। আর্থিক সঙ্কটের কারণে মানসিক চাপ বাড়তে থাকে। অনেকেই কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেননা। যে বাড়িতে অর্থ সঙ্কট রয়েছে, তাদের বাড়িতে কখনোই সুখ আসেনা।এমনকি বাড়িতে নিত্যদিনই ঝগড়া, অশান্তি লেগে থাকে পরিবারের সদস্যদের মধ্যে। ভারতীয় জ্যোতিষ বলছে, আর্থিক সংকট দূর করতে আপনাকে মেনে চলতে হবে কিছু নির্দেশ। যথা,

১। ভগবানের পুজো করুন: প্রত্যেকটি ব্যক্তিরই বাড়িতে কিন্তু ভগবানের নাম করা খুব গুরুত্বপূর্ণ। এতে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে। দূর হয় নেতিবাচক শক্তি। যে বাড়িতে ভগবানের পুজো করা হয়না, ভগবানের নাম করেননা, সেই বাড়িতে কিন্তু অর্থ সঙ্কট লেগেই থাকে। তাই ঈশ্বরের নাম নেওয়া খুব গুরুত্বপূর্ণ। 

২। অসৎ পথে অর্থ উপার্জন করবেননা: চাণক্যের মতে, যদি আপনি কোনও ভুল জায়গা থেকে অর্থ উপার্জন করেন অর্থাৎ কোনও খারাপ কাজে লিপ্ত হয়ে অর্থ উপার্জন করেন, তাহলে কোনদিনই আপনি অর্থ ধরে রাখতে পারবেন না। অর্থ সঙ্কট ঘিরে ধরবে আপনাকে। তাই এমন কোনও কাজে লিপ্ত থাকলে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসুন। এমনকি এতে সমাজেও কিন্তু আপনার সম্মানহানি হবে।

৩। অযথা ঝগড়া, অশান্তি এড়িয়ে চলুন: কোনও কারন ছাড়া বাড়িতে কখনোই ঝগড়া, অশান্তি করবেননা। যতটা পারবেন কম কথাকাটাকাটি করার চেষ্টা করুন। এতে ভগবান রুষ্ট হন,ফলত আপনার বাড়িতে অর্থ সঙ্কট লেগে থাকবে। মা লক্ষ্মী কিন্তু এই বাড়িতে কখনোই প্রবেশ করেন না। তাই সচেতন হোন।

পরিবারে অর্থ সঙ্কট কাটাতে আপনাকে উপরিউক্ত বিষয়গুলির উপর নজর রাখতে হবে, কিছু নিয়ম আপনার জীবনকে ভালোভাবে চালিত করবেন,সুখ-শান্তি সর্বদাই বিরাজ করবে।

You might also like!