
মুম্বই, ৯ জানুয়ারি : ২০২৬ সালের মহিলা প্রিমিয়ার লিগের চতুর্থ আসর শুক্রবার শুরু হচ্ছে। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবার নতুন স্থান হয়েছে-নবি মুম্বই ও ভদোদরা। প্রথমে নভি মুম্বই, তারপর ভদোদরায় খেলা হবে। শুরুতে সব ম্যাচ হবে নভি মুম্বইয়ে। তারপর ভদোদরায় বাকি ম্যাচগুলি হবে। শুক্রবার ভদোদরায় হবে উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচে খেলবে মুম্বই ও বেঙ্গালুরু। এই মাঠে ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। উল্লেখ্য গতবার মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালস। হরমনপ্রীত কউরের নেতৃত্বে দ্বিতীয় খেতাব জেতে মুম্বই।
