Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Entertainment

15 hours ago

Tara Sutaria Veer Pahariya: খুশি-বেদাঙ্গের পর বীর-তারা! জোড়া বিচ্ছেদের খবরে সরগরম ইন্ডাস্ট্রি

Tara Sutaria and Veer Pahariya
Tara Sutaria and Veer Pahariya

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডের নবীন প্রজন্মের তারকাজুটিদের মধ্যে বীর পাহাড়িয়া ও তারা সুতারিয়ার সম্পর্ক নিয়ে চর্চার শেষ ছিল না। কিন্তু সেই সম্পর্কই এবার নাকি অতীত। মুম্বইয়ে এপি ধিলোঁর সাম্প্রতিক কনসার্টের পর থেকেই আচমকা বদলে যায় পরিস্থিতি। গুঞ্জন, সেখান থেকেই শুরু দূরত্ব, আর শেষমেশ নীরবে সম্পর্কের ইতি। করিশ্মা-করিনাদের তুতো ভাই আদর জৈনের সঙ্গে সম্পর্ক ভাঙার মাসখানেক পরই প্রকাশ্যে আসে বীর-তারার প্রেমের কথা। একসঙ্গে নানা অনুষ্ঠানে উপস্থিতি, ঘনিষ্ঠ মুহূর্ত আর সম্প্রতি তারার বাড়ির জাঁকজমকপূর্ণ ক্রিসমাস পার্টিতে বীরের উপস্থিতি—সব মিলিয়ে তাঁদের সম্পর্ক বেশ মজবুত বলেই মনে হচ্ছিল। কিন্তু কনসার্টের একটি ঘটনাই নাকি বদলে দিল সব সমীকরণ।


যদিও প্রেম ভাঙার বিষয়টি কাকপক্ষীতেও টের পেতে দেননি বীর-তারা, তবে এসব খবর কি আর চাপা থাকে? বৃহস্পতিবার রাতেই ‘ধূমকেতু’র মতো বলিউডে আছড়ে পড়ে জাহ্নবী কাপুরের বোন খুশির সঙ্গে বেদাঙ্গ রায়নার বিচ্ছেদের খবর। দিন কয়েক আগে এপি ধিলোঁর মুম্বই কনসার্ট থেকে ভাইরাল হয় একাধিক ছবি ও ভিডিও। সেখানে গায়কের সঙ্গে তারাকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। মঞ্চে ধিলোঁ যখন তারাকে জড়িয়ে ধরে চুম্বন করেন, দর্শকাসনে উপস্থিত বীর পাহাড়িয়ার বিস্মিত ও অস্বস্তিকর অভিব্যক্তিও ক্যামেরাবন্দি হয়। সেই মুহূর্ত ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর আলোচনা। শোনা যাচ্ছে, জনসমক্ষে প্রেমিকার এই অতিরিক্ত ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি বীর। যদিও বন্ধু মহলের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এমনকি সেই ত্বত্ত্ব ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন বন্ধু ওরি। তবু তাতে কাজ হয়নি। ধীরে ধীরে দু’জনেই নাকি একে-অপরের থেকে দূরে সরে যান। 

এরই মধ্যে বৃহস্পতিবার রাতে খুশি কাপুর ও বেদাঙ্গ রায়নার বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। তার কিছুক্ষণের মধ্যেই বীর-তারার সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়াতেই জোড়া বিচ্ছেদে উত্তাল হয়ে ওঠে বলিউড। এখনও পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে মুখ না খুললেও, ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর বলছে—এই সম্পর্কের অধ্যায় কার্যত শেষ। কারণ, যাহা রটে, তাহার কিছুটা হলেও তো সত্যি বটে! 



You might also like!