নয়াদিল্লি, ২০ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন কল্যাণ। বৃহস্পতিবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলা উচিত, বিজেপিকে অন্য রাজ্যে ক্ষমতায় আসতে ৩৫৬ (রাষ্ট্রপতি শাসন) প্রয়োজন। পশ্চিমবঙ্গে বিজেপির কিছুই নেই। তাঁর (শুভেন্দু অধিকারী) সাহস নেই।"
শুভেন্দুকে কটাক্ষ করে কল্যাণ বলেছেন, "তিনি চান, অমিত শাহ তাকে সিআইএসএফ, সিআরপিএফ, ইডি, সব কিছুই দিন... এসব নেওয়ার পর, তারা ভোট লুট করবে এবং তারপর নায়ক হয়ে যাবে, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর কোনও মূল্য নেই, পশ্চিমবঙ্গে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীরও কোনও মূল্য নেই।"