Game

1 day ago

IPL 2025 CSK vs MI: সিএসকে বনাম এমআই ম্যাচে শূন্য রান করে অবাঞ্ছিত রেকর্ডের সমান হলেন রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma

 

কলকাতা, ২৪ মার্চ : রবিবার রাতে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে আইপিএলের দ্বিতীয় ম্যাচে খলিল আহমেদের বলে আউট হয়ে আইপিএলে সর্বাধিক শূন্য রানের রেকর্ডে সমতা আনলেন রোহিত শর্মা। আইপিএলের ইতিহাসে ১৮তম বারের মতো রোহিত শূন্য রানে আউট হলেন এবং গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিকের সঙ্গে সমান শূন্য করলেন। ম্যাচের প্রথম ওভারের ৪ বলে শূন্য রানে ফিরে যান রোহিত। আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এটি রোহিতের চতুর্থ শূন্য, এবং রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তিনি ৪ বার রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বাধিক শূন্য :

রোহিত শর্মা - ২৫৩ ইনিংসে ১৮টি শূন্য আউট

গ্লেন ম্যাক্সওয়েল - ১২৯ ইনিংসে ১৮টি শূন্য আউট

দীনেশ কার্তিক - ২৩৪ ইনিংসে ১৮টি শূন্য আউট

পীযূষ চাওলা - ৯২ ইনিংসে ১৬টি শূন্য আউট

সুনীল নারাইন - ১১১ ইনিংসে ১৬টি শূন্য আউট

You might also like!